বাউফলে ঘূর্ণিঝড় আম্পানে কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে

বাউফলে ঘূর্ণিঝড় আম্পানে কোটি  টাকার মাছ  পানিতে ভেসে গেছে
সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বাউফল উপজেলার চরাঞ্চলসহ তেতুঁলিয়া ও লোহালিয়া নদীর কুলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় আম্পান জ্বলোচ্ছাসে সহ¯্রাধিক পকুরে কোটি টাকার মাছ পানিতে ভেঁেস গেছে। বুধবার সন্ধায় পরে ঘূর্ণিঝড় আপমান উপকূলীয় এলাকায় এগিয়ে আসলে তেতুঁলিয়া লোহালিয়া নদী এবং পাশ্ববর্তী খালের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেড়ে যায়। ওইসব এলাকায় বেড়িবাধ না থাকায় আবার কোনো জায়গায় বেড়িবাধ থাকলেও ছিড়ে গিয়ে প্রচন্ড বেগে পানি উঠতে থাকে। এ সময় পুকুর ও মাছের ঘের পানিতে ডুবে গিয়ে সমস্ত মাছ পানিতে ভেসে যায়। উপজেলা মৎস্য অফিস ও ক্ষতিগ্রস্ত পরিবারে তথ্যানুসারে, উজেলার চন্দ্রদ্বীপ, নাজিরপুর, ধুলিয়া, কেশবপুর, কালিশুরী, কাছিপাড়া ও বগা এলাকায় সহ্রসাধিক পুবুরে মাছ পানিতে ভেসে গেছে। ক্ষয়ক্ষতির আনুমানিক হিসাব অনুসারে, প্রতিটি পুকুরে গড়ে ১০ হাজার টাকার মাছ ক্ষয়ক্ষতি হলে ১ হাজার পুকুরে সর্বমোট ১ কোটি টাকা মাছ ক্ষতি হয়েছে। চন্দ্রদ্বীপ ইউপি সদস্য আফরোজো বেগম জানান, চরব্যারেট এলাকায় শতাধিক পুকুরে মাছ পানিতে ভেসে গেছে। ঘূর্ণিঝড় আম্পান হওয়ার আগের দিন তিনি নিজে মাছের ঘেরে রুই, কাতল, পাঙ্গাস পোনা ছেড়েছি। পানিতে আমার সমস্ত মাছ ভেসে গেছে চরওয়াডেল জাহাঙ্গির হাওলাদার জানান, চরওয়াডেল এলাকা ছোট বড় ৪ শত পুকুরে মাছ তেতুঁলিয়া নদীতে চলে গেছে। বাউফল উপজেলা সিনিয়র মস্য কর্মকর্তা মো: অহেদুজ্জামান জানান, ঘূর্ণিঝড় আম্পানে অন্যানের চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে মাছ। ক্ষতিগ্রস্থ পরিবার তালিকা করার জন্য স্বস্ব চেয়ারম্যান সাথে কথা হয়েছে। সঠিক তালিকা নির্নয় করতে কিছুটা সময় লাগবে। ক্ষতি গ্রস্থ পরিবারে আর্থিক সহায়তার জন্য উর্ধতন মৎস্য দপ্তরে জানানো হয়েছে।